কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ও পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. ইসমাইল হোসেন হত্যা মামলার প্রধান আসামি আ.লীগ কর্মী শাহাজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকালশুক্রবার রাত ৯টার দিকে যশোরের ধর্মতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক শাহাজান কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে কালীগঞ্জ থানার এসআই ইমরান ও এএসআই নাসিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স যশোর শহরের ধর্মতলা মোড় থেকে শাহাজান আলীকে গ্রেফতার করে। সে নিহত বিএনপি নেতা ইসমাইল হোসেন হত্যা মামলার প্রধান আসামি।উল্লেখ্য, গত ১৩ মে সকালে বিএনপি নেতা ও কালীগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইসমাইল হোসেনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে আ.লীগ কর্মী শাহাজান আলী। এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।