মাথাভাঙ্গা মনিটর: সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) একটি চার্চে বিদ্রোহী জঙ্গিদের হামলায় অন্ততপক্ষে ১১ জন নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়েছে, সেলেকা গোষ্ঠীর সশস্ত্র জঙ্গিরারাজধানী বাংগুরির চার্চ অব ফাতিমায় গ্রেনেড ছুঁড়ে মারে। তারপরই শুরু হয়এলোপাতাড়ি গুলি।সেলেকা বিদ্রোহীদের অধিকাংশই মুসলিম। ২০১৩ সালেরমার্চ থেকে এ গোষ্ঠীর সদস্যরা অ্যান্টি-বালাকা খ্রিস্টান যোদ্ধাদের সাথেলড়াই করছে।৪৬ লাখ জনসংখ্যার দেশটিতে এ সংঘাতের কারণে প্রায় ২৫ ভাগ মানুষই বর্তমানে বস্তুচ্যুত।ক্যাথলিকচার্চের ভেতরে যারা বেঁচে গেছেন তাদের একজন রিভ ফ্রেডি মোবৌলা বলেন, ৩০মিনিটের গোলাগুলি শেষে শুধু আর্তচিৎকার শোনা যাচ্ছিলো। সবখানেই শুধুহতাহতদের দেহ।চার্চের প্রিস্ট জোনস বেকাস জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ অনেকেই মারাত্মক আহত হয়েছেন।