স্টাফ রিপোর্টার: সাত খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকাউন্সিলর নূর হোসেনের বান্ধবী জান্নাতুল ফেরদৌস নীলাকে কারাগারে পাঠানোরনির্দেশ দিয়েছেন আদালত। ৩ দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার সকালে তাকে নারায়ণগঞ্জেরচিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত এ আদেশ দেন। নীলানারায়ণগঞ্জ সিটিকর্পোরেশনের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর। এর আগে জুয়েলহত্যা মামলায় গ্রেফতার ৪ জনের ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিদিয়েছেন। জবানবন্দিতে ২ জন জুয়েল হত্যার পরিকল্পনাকারী হিসেবে নীলার উল্লেখকরেন। কিন্তু নীলা কাউন্সিলর নূর হোসেনের ঘনিষ্ঠ হওয়ায় তাকে গ্রেফতার করাহয়নি বলে অভিযোগ আছে। গত ২৬শে মে জুয়েল নামে এক যুবকে খুনের ঘটনায় নীলাকেগ্রেফতার করে পুলিশ।