মাথাভাঙ্গা মনিটর: গণধর্ষণেরপর দু দলিত কিশোরীকে হত্যার অভিযোগ উঠেছে ভারতের পুলিশের বিরুদ্ধে।দেশটির উত্তর প্রদেশের বাদাউন জেলার উসহাইত এলাকার কাতরা গ্রামে গত বুধবার এলোমহর্ষক ঘটনাটি ঘটে। দু নিম্নবর্ণের কিশোরীকে ধর্ষণের পর তাদের গাছেরডালে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়, ধর্ষিতারা সম্পর্কে চাচাতো বোন এবং তাদের বয়স ১৪ এবং১৫। গতমঙ্গলবার রাতে নিখোঁজ হয় ওই দু বোন। গতবুধবার সকালে গ্রামের এক গাছেরডাল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। অপহরণকারীরা তাদের ওপর নির্যাতনচালানোর পর তাদেরকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে।