জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতবুধবার জীবননগর উপজেলা পরিষদ হলরুমে এ সমাবশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ভিডিপির খুলনা অঞ্চলের পরিচালক মোহা. আকবর আলী।
আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট গোলাম মোহাম্মদ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বক্তব্য রাখেন জীবননগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জহুরুল ইসলাম। সমাবেশে উপজেলার প্রায় দু শতাধিক আনসার ভিডিপির সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন।