কালীগঞ্জপ্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি সাবেক প্যানেল মেয়র ইসমাইল হোসেন হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবারসকাল ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামবাসীর উদ্যোগে নিমতলাবাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কে ঘণ্টাব্যাপি মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদিক্ষণ শেষে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার এরাদুল হক ও থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন নিকট স্মারকলিপি পেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন গ্রামবাসী আব্দুর রাজ্জাক, জবেদ আলী প্রমুখ।