মাথাভাঙ্গা মনিটর: ইরাকজুড়েসর্বশেষ সহিংসতা ও সিরিজ বোমা হামলায় প্রায় ৬০ জন নিহত হয়েছে। ইরাকেরউত্তরাঞ্চলীয় মসুল শহরে গত বুধবার দুটি গাড়ি বোমা হামলায় ২৪ জন মানুষ নিহত হয়।এর মধ্যে কয়েকজন সেনা ও হাসপাতালের কর্মচারী রয়েছে। এছাড়া, উত্তরাঞ্চলীয়শহর তুজ খুরমাতু শহরে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে এবং তাতে মোট ৫ জন নিহতহয়। এর মধ্যে একই পরিবারের ৪ সদস্য রয়েছে।রাজধানী বাগদাদের শিয়াঅধ্যুষিত কাদিমিয়া এলাকায় অন্য এক বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত ও ৫০ জনআহত হয়েছে। এছাড়া, ইরাকের আরো কয়েকটি স্থানে বিস্ফোরণে বেশ কয়েকজন মানুষনিহত হয়।