দামুড়হুদা অফিস:দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আনারুল ইসলামের দুর্নীতির কারণে ১৬ জন বৈধ শ্রমিক আজও তাদের টাকা উত্তোলন করতে পারেননি। টাকা না পেয়ে কষ্টের মধ্যে পরিবার পরিজন নিয়ে দিন যাপন করছেন।
জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবছরও কর্মসৃজন প্রকল্প আসে সে মোতাবেক প্রকল্প নিতিমালা মেনে অন্যান্য মেম্বাররা শ্রমিকদের তালিকা জমা দিলেও ১নং ওয়ার্ডের মেম্বার আনারুল ইসলাম অনিয়ম করে ১৬ জন বৈধ ও ৯ জন নিজ আত্মিয়স্বজন মোট ২৫ জন শ্রমিকের নামের তালিকা পিআইও অফিসে জমা দেন। গত ২৬ এপ্রিল কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু হয় সেখানে ১৬ জন শ্রমিক কাজ করতে যায় ৯ জন শ্রমিক অনুপস্থিত থাকে। বিষয়টি প্রসাশনের মধ্যে জানাজানি হলে তদন্ত শুরু করে। তদন্তে ৯ জন শ্রমিক কাজ করে না এর মধ্যে রয়েছে নতুন শ্রমিক যা বিধি সম্মত না হওয়ায় ৯ জনের নাম বাতিল করেন। এসব জটিলতার কারণে ১৬ জন শ্রমিক আজও পর্যন্ত তাদের টাকা উত্তলোন করতে পারেনি ফলে তাদের পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করছে। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান মাথাভাঙ্গাকে জানান মেম্বার আনারুল ইসলাম প্রকল্পের বিধি না মেনে ২৫ জন শ্রমিকের তালিকা জমা দেন। তদন্তে ৯ জন শ্রমিক ভুয়া প্রমাণিত হলে তাদের নাম বাতিল করা হয়। তবে বৈধ শ্রমিকদের টাকা উত্তলোনে কোনো বাধা নেই।