স্টাফ রিপোর্টার: গুম, খুন ও অপহরনের শিকার ব্যক্তিদের আত্মীয়-স্বজনেরমতো শেখ হাসিনাকেও একদিন কাঁদতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনও বিরোধী জোট নেতা খালেদা জিয়া। বলেছেন, বর্তমানে দেশে মানুষ অপহরণ করাহচ্ছে। গুলি করে মারা হচ্ছে। একদিন এসবের জবাবদিহি করতে হবে। আজ গুম হওয়াখুন হওয়া স্বজনদের চোখের পানিতে ভেসে যাচ্ছে দেশ। এমন একদিন আসবে যখন শেখহাসিনার বুকও চোখের পানিতে ভেসে যাবে। কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপিসভাপতি ও সাবেক এমপি নিখোঁজ সাইফুল ইসলাম হিরু ও পৌর বিএনপির সভাপতিহুমায়ুন কবির পারভেজের পরিবার গতরাতে গুলশান কার্যালয়ে সাক্ষাত করতে এলেতিনি এসব কথা বলেন। এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। গুমহওয়া স্বজনদের চোখের পানি সবাইকে স্পর্শ করে যায়। স্বজনরা নিজেরা কেঁদেছেনঅন্যদেরও কাঁদিয়েছেন। খালেদা জিয়া বলেন, দল গুছিয়ে শিগগির তাঁরা আন্দোলনেরকর্মসূচি দেবেন।