স্টাফ রিপোর্টার: লর্ডসের ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা ম্যাচেসুযোগ পেয়েছেন তামিম ইকবাল। শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার এমসিসি দলেরবিপক্ষে অবশিষ্ট বিশ্ব দলে খেলবেন বাংলাদেশের উদ্বোধনী এ ব্যাটসম্যান।ক্রিকেটের মক্কা হিসেবে পরিচিত লডর্সে ৫০ ওভারের ম্যাচটি হবে আগামী ৫ জুন।টেন্ডুলকার ও লারার মেরিলিবোন ক্রিকেট ক্লাবের দলে রাহুল দ্রাবিড়,ব্রেটলিদের মতো সাবেক তারকাদের সাথে আছেন এ সময়ের তারকা ক্রিকেটার সাঈদ আজমল ওঅ্যারন ফিঞ্চরা। এ দলটির নেতৃত্ব দেবেন টেস্টে সবচেয়ে বেশি রানের মালিকটেন্ডুলকার।লর্ডসে শতক করা তামিমের অবশিষ্ট বিশ্ব একাদশ দলেরঅধিনায়ক কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। এই দলেও আছেন সাবেক ও বর্তমানতারকা খেলোয়াড়। অ্যাডাম গিলক্রিস্ট,মুত্তিয়া মুরালিধরনের মতো খেলোয়াড়দেরসাথে অবশিষ্ট বিশ্ব দলে আছেন শহীদ আফ্রিদি,যুবরাজ সিংরা।
এমসিসিদল: শচীন টেন্ডুলকার (অধিনায়ক), সাঈদ আজমল, শিবনারায়ন চন্দরপল, রাহুলদ্রাবিড়, অ্যারন ফিঞ্চ, উমর গুল, ব্রায়ান লারা, ব্রেট লি, ক্রিস রিড, শনটেইট, ড্যানিয়েল ভেট্টোরি।অবশিষ্ট বিশ্ব দল: শেন ওয়ার্ন (অধিনায়ক), শহীদ আফ্রিদি, টিনো বেস্ট (এখনো নিশ্চিত নন), পল কলিংউড, অ্যাডামগিলক্রিস্ট, তামিম ইকবাল, মুত্তিয়া মুরালিধরন, কেভিন পিটারসেন, বীরেন্দরশেবাগ, পিটার সিডল, যুবরাজ সিং।