ভোট না দিলে জরিমানা গুনতে হবে ৭০ ডলার

 

মাথাভাঙ্গা মনিটর:ভোটনা দিলেই ৭০ ডলার জরিমানা। এমন আইন করেছে মিশরের কেন্দ্রীয় নির্বাচনকমিশন। নির্বাচনে সকলকে সম্পৃক্ত করার উদ্দেশে ভোট না দেয়ার শাস্তি হিসেবেদেশটির নাগরিকদের জন্য ৭০ ডলার জরিমানা ধার্য করার কথা ঘোষণা করেছেনির্বাচনী কমিটির মহাসচিব আবদুল আজিজ সালমান।আবদুল আজিজ সালমান বলেন, ভোটার হওয়া সত্ত্বেও যারা কোনো ওজর বা সমস্যা না থাকা সত্ত্বেও ব্যালটবাক্সে ভোট দেবেন না তাদেরকে ৭০ ডলার জরিমানা করা হবে। এ ছাড়াও এ ধরনেরব্যক্তিকে আদালতের কাছে সোপর্দ করা হবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন। যারাঅত্যন্ত বয়োবৃদ্ধ হওয়ায় চলতে ফিরতে পারেন না, বা অসুস্থ হওয়ার মতো যৌক্তিকনানা কারণে ভোট দিতে পারছেন না, তারা এ শাস্তির আওতামুক্ত থাকবে বলেনির্বাচনী কমিটির মহাসচিব জানান। মিশরে দেশটির স্বৈরশাসক হোসনিমুবারকের পতনের পর দ্বিতীয় নির্বাচনের গত মঙ্গলবার ছিলো দ্বিতীয় দিন। এদিনসকালে স্থানীয় সময় ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। চলে স্থানীয় সময় রাত ১০টাপর্যন্ত।