বোশেখি ঝড়ে কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয়ের কমনরুমের টিন লণ্ডভণ্ড

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: কার্পাসডাঙ্গায় বোশেখি ঝড়ে কলেজের কমনরুমের টিনেরচালা ভেঙে পড়েছে। সেইসাথে নড়বড়ে হয়ে পড়েছে ২টি শ্রেণিকক্ষের টিনের চালা।ফলে ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সরেজমিনে গিয়ে দেখা গেছে,গত মঙ্গলবার রাতে ঝড়ে কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয়ের কমনরুমের টিন উড়ে যায়।