বোমা হামলা মামলায় আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যানের আত্মসমর্পণ

 

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: বোমা হামলা মামলায় জীবননগরের ২নংআন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শাখাওয়াত হোসেন আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

মামলার এজাহারসূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ রাতে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজোর বাড়িতে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এ বোমা হামলার সাথে জড়িত থাকার অভিয়োগে ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, বিপুলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে তিনি বাদী হয়ে জীবননগর থানায় বোমা বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।