স্টাফ রিপোর্টার: রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বহুতল ভবনমিজান টাওয়ারের গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটেছে। এতে ভবনটি দক্ষিণ-পশ্চিম দিকেখানিকটা হেলে পড়েছে মনে করছেন সেখানকার বাসিন্দারা। এসময় আতঙ্কিত হয়ে ১৪তলা টাওয়ারটির বাসিন্দারা নিচে নেমে আসেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির আন্ডার গ্রাউন্ডে সন্ধ্যার দিকেহঠাৎ করেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণে নিচতলার বেশকিছু দোকানেরডেকোরেশন ধসে পড়ে। ঘটনার পরপরই গাবতলী-নিউমার্কেট রোডের একপাশ বন্ধ করেদেয়া হয়। বর্তমানে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের লোকজন সেখানে অবস্থানকরছেন।