ফুরশেদপুর-কোটালী রাস্তার ফ্লাট সোলিঙে নিম্নমানের ইট ব্যবহার :গ্রামবাসী বাঁধাদিলেও বন্ধ হয়নি কাজ

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ফুরশেদপুর-কোটালী সড়কে নিম্নমানের ইট দিয়ে রাস্তার ফ্লাট সোলিং করায় গ্রামবাসীর বাঁধাউপেক্ষা করে রাস্তা নির্মাণ কাজ চলছে। সিডিউল মোতাবেক কাজ করার দাবি জানালেও করা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

জানাগেছে, সম্প্রতি চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন এডিবির বরাদ্দে ফুরশেদপুর-কোটালী বাজার সড়কে ফ্লাটসোলিঙের কাজ হাতে নেয়। ঠিকাদার হিসেবে কাজ পান জনৈক বাদশা মিয়া। এলাকাবাসী অভিযোগ করে বলেন, ২৯৬ ফিট রাস্তা নির্মাণে ঠিকাদার বাদশা মিয়া নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করায় গ্রামবাসী বাঁধা দেয়। এছাড়াও রাস্তার চওড়া ১০ ফিট হবার কথা থাকলেও ৯ ফিট করে রাস্তার কাজ করছেন ঠিকাদার। নিম্নমানের ইট এবং এক ফিট করে দৈর্ঘ্য কমকরায় ফুসে উঠেছে গ্রামবাসী। গ্রামবাসী দাবি জানিয়েছে সিডিউল মোতাবেক কাজ করার। এদিকে গতকাল বুধবার সকালে গ্রামবাসীর বাঁধায় রাস্তার কাজ সাময়িক বন্ধ হলেও অজ্ঞাত কারণে তা আবার শুরু হয়। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর হস্তক্ষেপ কামনা করেছে সচেতনমহল।