জীবননগরে ফেনসিডিলসহ আটক ১

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী আমতলা থেকে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ১২ বোতল ফেনসিডিলসহ আব্দুর রশিদ (৩৫) নামের এক মাদক চোরাচালানীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত রশিদ রতিরামপুর গ্রামের আফছার আলীর ছেলে। ডিবি পুলিশ জানায়, চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই খালেকুজ্জামান ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে উথলী আমতলায় ধাওয়া করে আব্দুর রশিদকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। রাত ৮টায় ফেনসিডিলসহ তাকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।