জামালপুরে কালবৈশাখী ঝড়ে নিহত ৩

 

 

স্টাফ রিপোর্টার: কালবৈশাখীঝড়ে জামালপুরে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। নিহতরা হলেন- জেলাবকশীগঞ্জ উপজেলার কাঠমিস্ত্রি শালু মিয়া (৫০), কৃষক মাসুম (৩৫) ও গোপালপুরগ্রামের বাসিন্দা মেহেদ আলী (২৮। গতকাল বুধবার বেলা ১২টার দিকে জামালপুর জেলার সরিষাবাড়ী ও বকশীগঞ্জ উপজেলার ওপর দিয়ে এই ঘূর্ণিঝড় বয়ে যায়।জানাযায়, বেলা ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে উপজেলার৪টি গ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে শালু টিনে কাটা এবং মাসুম গাছচাপাপড়ে মারা যান।এ ছাড়া ঝড়ে শতাধিক ব্যক্তি আহত হন। আহতদের জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেপাঠানো হয়েছে।এদিকে একই সময় সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের ভবানীপুরগ্রামের ওপর দিয়েও ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে ৫ জন আহত হন এবং শতাধিক ঘরবাড়িবিধ্বস্ত হয়।