ক্রীড়াপ্রতিবেদক: চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। তৃতীয় বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতা আগামী ১ জুন চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠে উদ্বোধন করা হবে বলে জানান, প্রতিযোগিতা পরিচালনা কর্তৃপক্ষ। উল্লেখ্য চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের মাননীয় হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা পৌর মেয়র জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বাবার স্মৃতি স্মরণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।