গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা শহরের থানাপাড়ার পল্লী চিকিৎসক ও মুক্তিযোদ্ধা নুরুল হুদার বাড়ি থেকে তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে গাংনী থানা পুলিশ বোমাগুলো উদ্ধার করে পানি-বালি ভর্তি পাত্রে প্রাথমিক নিষ্ক্রিয় করে।
বোমা উদ্ধারকারী গাংনী থানার এসআই মানিরুরজ্জামান জানান, সকালে ওই বাড়ির রান্নাঘরের বারান্দায় একটি প্যাকেট ভর্তি বোমাগুলো দেখে পুলিশে খবর দেয় গৃহকর্তা। প্রতিপক্ষের লোকজন তাকে ফাঁসাতে অথবা চাঁদার দাবিতে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বত্তরা বোমাগুলো রাখতে পারে বলে ধারণা করছে পুলিশ।