কার্পাসডাঙ্গা বাজারে গ্যারেজ থেকে ভারতীয় মোটরসাইকেল উদ্ধার

 

ভ্রাম্যমা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে তারিকের মোটরসাইকেল গ্যারেজ থেকে ভারতীয় ১টি মোটরসাইকেল উদ্ধার আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

জানা গেছে, গতপরশু মঙ্গলবার রাত ১০টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা কাস্টমমোড়ে তারিকের গ্যারেজে ভারত থেকে চোরাইপথে মুন্সিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আবুল হাশেম মোটরসাইকেলটি নিয়ে এলে দামুড়হুদা মডেল থানার ওসি(তদন্ত) আজিজুর রহমানের নেতৃত্বে মোটরসাইকেলটি আটক করেন। মোটরসাইকেলটি আটক করতে পারলেও কোনোচোরাকারবারীকে গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ বাদী হয়ে আবুল হাশেমের নামে মামলা দায়ের করেছে।