মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজের হাই পারফরম্যান্স সেন্টারেরবিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিন সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ‘এ’ দল।বার্বাডোজে প্রতিপক্ষকে ২৯২ রানে অলআউট করে দিন শেষে কোনো উইকেট নাহারিয়ে ৫ রান করেছে অতিথিরা। গত সোমবার উইন্ডওয়ার্ড পার্কে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায়স্বাগতিকরা। রবিউল ইসলামে বলে উইকেটরক্ষক নুরুল হাসানের গ্লাভসবন্দী হন অধিনায়কক্রেইগ ব্রেথওয়েইট।দ্বিতীয় উইকেটে আসাদ ফুদাদিনের সাথে ১২২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামালদেন জেরেমেইন ব্ল্যাকউড। ফুদাদিনের রান আউটে ভাঙে ২২ ওভার স্থায়ী জুটি।তৃতীয় উইকেটে লিয়ন জনসনের সাথে ৮৫ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন ব্ল্যাকউড। দলকে২ উইকেটে ১৯৭ রানের দৃঢ় অবস্থানে পৌঁছে দিয়ে বিদায় নেন তিনি।১৪০ রান করা ব্ল্যাকউডের ১৬০ বলের ইনিংসে ছিলো ২৩টি চার ও ১টি ছক্কা। তার বিদায়েরপর নিয়মিত উইকেট হারিয়ে ৩শরানও পার হতে পারেনি স্বাগতিকরা।তাদের শেষ ৮ উইকেটের পতন হয় ৯২ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেন জনসন। শেষ সাতব্যাটসম্যানের কেউ বিশের ঘরে যেতে পারেননি।‘এ’ দলের পক্ষে তাইজুল ইসলাম ও রবিউল তিনটি করে উইকেট নেন।
জবাবে ১ ওভার ব্যাট করা ‘এ’ দল প্রথম দিন কোনো উইকেট হারায়নি। প্রথম ওভারটি খেলাইমরুল কায়েস অপরাজিত আছেন ৪ রানে।