স্টাফ রিপোর্টার: সাতক্ষীরারতালায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টিরখুলনা বিভাগীয় সামরিক কমান্ডার আবদুল গফফার পাড় ওরফে তুষার নিহত হয়েছে।একই সময়ে তার অপর সহযোগী ক্যাডার সাইফুল ইসলাম গুলিবিদ্ধ ও পুলিশের দুসদস্য আহত হয়েছেন। গতকালমঙ্গলবার ভোরে তালার টেংরার মাঠে বন্দুকযুদ্ধে এ ঘটনাঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।নিহত আবদুলগফফার পাড় ওরফে তুষার (৪৫) তালার ডাঙ্গানলতা গ্রামের আবুবকর সিদ্দিকপাড়ের ছেলে ও নিষিদ্ধ পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির খুলনা বিভাগীয় সামরিককমান্ডার। গুলিবিদ্ধ কাজী সাইফুল ইসলাম (৩৬) সাতক্ষীরার সুলতানপুরের কাজীওহাবের ছেলে ও একই দলের ক্যাডার। সম্প্রতিতারা জামিন পেয়ে কারাগার থেকে বাড়ি ফিরে পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি সংগঠিত করছিলো। তারা বিভিন্ন লোকেরকাছে মোবাইলফোনে চাঁদা আদায়ের জন্য হুমকি দিয়ে আসছিলো।