যশোরে যুবককে গুলি করে খুন

 

 

স্টাফ রিপোর্টার: যশোর শহরের বারান্দিপাড়ার লিচুতলা এলাকায় হাফিজুর রহমান (২২) নামের এক যুবককে গুলি করে খুন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।নিহত হাফিজুর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার মনা মিয়ার ছেলে। তিনি স্থানীয় আহাদ জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও পারিবারিকসূত্র জানায়,দুপুরে বারান্দিপাড়া লিচুতলা এলাকায় চায়ের দোকানের সামনে হাফিজুর দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলি তার বুক ও মাথায় লাগে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।হাফিজুরের ভাই আজিজুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন,শহরের চাঁনপাড়া এলাকার কয়েকজনের সাথে হাফিজুরের শত্রুতা ছিলো। তারাই তাকে গুলি করে খুন করেছে।