মাথাভাঙ্গা মনিটর: ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেসাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকালমঙ্গলবার দুপুরে দুজনের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ এবং ভারতেরদ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে শিরীন শারমিন চৌধুরী গণমাধ্যমকেবলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তাকে ইতিবাচকমনে হয়েছে।বৈঠকে ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে বাংলাদেশেরপ্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন বার্তা পৌঁছে দেন স্পিকার, যে বার্তায়দু দেশের সম্পর্ককে নতুন উচ্চতায়নিয়ে যেতে একসাথে কাজ করার আহ্বানজানানো হয়। ওই চিঠিতে মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। সম্ভাব্যদ্রুততম সময়ে তিনি বাংলাদেশ সফরের প্রতিশ্রুতিও দেন।