স্টাফ রিপোর্টার: ইনজুরির সাথে দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজার সখ্য ক্যারিয়ারের শুরুথেকেই। ১৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারের অধিকাংশ সময়ই চোটের কারণে দলের বাহিরেথেকেছেন।আবার যুদ্ধ করে ফিরেও এসেছেন। চোটের কারণে গত টি-টিয়োন্টিবিশ্বকাপ পুরোপুরি খেলতে না পারলেও ভারত সিরিজে মাঠে ফিরতে নেটে ঘামঝড়াচ্ছেন নড়াইল এক্সপ্রেস। তবে ফিরে আসাটা বড় নয় বরং ভালো খেলাটাইগুরুত্বপূর্ণ বলে জানালেন মাশরাফি।
গত সোমবার অনুশীলন শেষে সাংবাদিকদেরমুখোমুখি হয়ে এই কথা জানান মাশরাফি। চোট সম্পর্কে তিনি বলেন, পুরোক্যারিয়ার ধরেই চোটের সাথে লড়াই করে আসছি আমি। সুতরাং এটা নিয়ে আপসেটহওয়ার কারণ নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে মাঠে খেলার কতোটুকু স্পৃতা আছে সেটাই।এজন্যই একটি ব্রেকের পর আবার কাজ শুরু করেছি। আসলে শুধু ফিরে আসাটাগুরুত্বপূর্ণ নয়। ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ। আমি আমার জায়গা থেকে পূর্ণচেষ্টা করে যাচ্ছি।অতীতে মাশরাফির দুর্দান্ত বোলিঙের ওপর দাড়িয়েইঅনেক ম্যাচে বিজয়ের উল্লাসে মেতেছে বাংলাদেশ। নিজের দিনে যে কোনোপ্রতিপক্ষের জন্য কতোটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা অনেক আগেই প্রমাণ করেছেনতিনি।আগামী জুনে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।আসন্ন এ সিরিজে চোটমুক্ত মাশরাফিকেই চাইবে টাইগাররা। কারণ ভারতের বিপক্ষেঅধিকাংশ জয়েই সেরা পারফরমার ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি।