চুয়াডাঙ্গা নেহালপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে এক যুবককে নির্যাতন :উল্টো সালিসে জরিমানা

 

 

স্টাফরিপোর্টার: চুয়াডাঙ্গার নেহালপুর গ্রামে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ তুলে শরিফ নামের এক যুবককে অমানুষিক শারীরিক নির্যাতন করা হয়েছে। উল্টো সালিস বৈঠকে শরিফ ও জনৈক স্ত্রীকে করা হয়েছে জরিমানা। এ ধরনের সালিস করায় গ্রাম্যমতববরদের নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

সরেজমিনে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর পশ্চিমপাড়ার আকছেদ আলীর ছেলে শরিফ উদ্দিনকে গত শনিবার রাত ১১টার দিকে গ্রামর একজনের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক আছে বলে অভিযোগ তুলে একই গ্রামের আজগার আলীর ছেলে শফি, রেজাউলের ছেলে সাঈদ ও লুৎফরের ছেলে ফরজসহ বেশ কয়েকজন যুবক তাকে অমানুষিক শারীরিক নির্যাতন করে। এ ঘটনায় রোববার রাতে হামিদুলের সভাপতিত্বে গ্রামে বসে সালিস বৈঠক। অভিযোগ উঠেছে কতিপয় গ্রাম্য মাতবর সালিস বৈঠকের নামে পক্ষপাতিত্ব করে উল্টো নির্যাতনের শিকার শরিফকে ২ হাজার টাকা এবং জনৈক স্ত্রীকে ৫ হাজার টাকা জরিমানা ও ১০ বার কান ধরে উঠবস করার সিদ্ধান্ত দেন গ্রাম্য মাতবররা। অসহায় জনৈক স্ত্রী জরিমানার টাকা দিতে এবং কানধরে উঠবস করতে অস্বীকৃতি জানান। জনৈক স্ত্রী অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে কতিপয় মাতবর শহিদুল, আলম, আকরাম, রাজ্জাক যে অভিযোগ তুলেছে তা মিথ্যা।ঘটনার সময় আমি বাড়িতেই ছিলাম না। আমি অসহায় নারী। আমার স্বামী নেই। চায়ের দোকান চালিয়ে কোনো রকম সংসার চলে। সন্তানদের লেখাপড়া করাতে গিয়ে আমার নাভিশ্বাস উঠে যাচ্ছে। এর ওপর গ্রাম্য মাতবরদের চাপিয়ে দেয়া বিচার আমার পক্ষে মানা খুবই কষ্টকর। এদিকে সন্দেহজনকভাবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে এহেন সালিস করায় মাতবরদের নিয়ে উঠেছে আলোচনা সমালোচনার ঝড়।