স্টাফ রিপোর্টার: বিচার বিভাগের স্বাধীনতা নিয়ন্ত্রিত,অ্যাড. চন্দন সরকারসহ সকল গুম খুন ও অপহরণের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আব্দুল ওহাব মল্লিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাজান মুকুল,সাধারণ সম্পাদক শামীম রেজা ডালিম,ফোরমের নেতা সৈয়দ হেদায়েত হোসেন আসলাম,মইনুদ্দিন মইনুল,বদীউজ্জামান ও মানি খন্দকার। মানববন্ধনে বক্তারা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ন্ত্রিত,অ্যাড. চন্দন সরকারসহ সকল গুম খুন ও অপহরণের প্রতিবাদ ও বিচারের দাবি করেন।