আলমডাঙ্গায় যৌতুক ও নারী নির্যাতন মামলায় একই পরিবারের ৫ জন গ্রেফতার

 

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ গত রোববার রাতে পাইকপাড়া ও হারদী গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে একই পরিবারের ৫ জনকে যৌতুক ও নারী নির্যাতন মামলায় গ্রেফতার করেছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের শহিদুলের ছেলে রানা মিয়ার (২৫) এক বছর আগে উপজেলার বক্সিপুর গ্রামের আনোয়ারের মেয়ে মালার সাথে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর যৌতুকের দাবিতে মালাকে প্রায়ই নির্যাতন শুরু করে রানা। গত ৪-৫ মাস আগে মালাকে নির্যাতন করে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয় এবং বলে টাকা না নিয়ে এলে আমি তোকে তালাক দেবো। পরে রানা মালাকে তাড়িয়ে দিয়ে আবারও বিয়ে করে হারদী গ্রামের আবু হোসেনের মেয়ে রিনিকে (২০)। পরে মালা কোনো কুলকিনারা না পেয়ে আদালতে যৌতুক ও নারী নির্যাতন মামলা করে।ওই মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আলমডাঙ্গা থানার এসআই জুয়েল ও এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রানার পিতা পাইকপাড়া গ্রামের মৃত জোনাব আলীর ছেলে শহিদুল, রানার চাচা মজিবর মিয়া, রানার মা খাদেজা, রানা ও তার ২য় স্ত্রী রিনিকে গ্রেফতার করেন। গতকালই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।