আলমডাঙ্গায় মারামারি মামলার আসামি অহিদুল গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ ফরিদপুর গ্রামে অভিযান চালিয়ে মারামারি মামলার আসামি অহিদুলকে গ্রেফতার করেছে।

জানা গেছে, আলমডাঙ্গাফরিদপুর গ্রামের মৃত বাদল মণ্ডলের ছেলে অহিদুল (৩০) গত ১ মে একই গ্রামের বকুলের স্ত্রী চানতারাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে রক্তাত্ত জখম করে। এ ঘটনায় চানতারা বাদী হয়ে থানায় অহিদুলের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল মঙ্গলবার এসআই জুয়েল তাকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।