গাংনীর বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ স্বপদে বহাল

 

গাংনী প্রতিনিধি: দীর্ঘদিন ধরে সাময়িক বহিষ্কার থাকার পর অবশেষে স্বপদে বহাল হলেন মেহেরপুর গাংনীর বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। কমিটির সদস্যদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ প্রত্যহার করায় তার বহিষ্কাকারাদেশ প্রত্যাহার করে অধ্যক্ষ পদে বহাল করা হয়েছে বলে জানান ওই প্রতিষ্ঠান পরিচালনা পর্যদের সভাপতি মোশারফ হোসেন। তিনি আরো জানান,কামরুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে পরিচালনা পর্যদের কয়েকটি সভায় আলোচনা হয়। এক পর্যায়ে অভিযোগকারীরা তাদের অভিযোগ প্রত্যাহার করেন। এতে কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে বহিষ্কারাদেশ স্থগিত করা হয়েছে। একই সাথে তাকে স্বপদে থেকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।