আন্দুলবাড়িয়া প্রতিনিধি: পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার জীবননগরের আন্দুলবাড়িয়া বাজার কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ১২টি পদের বিপরীতে ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি আসাউল হক, কোষাধ্যক্ষ খন্দকার আশাদুজ্জামান আশা, ১নং ওয়ার্ড সদস্য বাবলুর রহমান ও সেলিম হোসেন। সভাপতি পদে মির্জ্জা হাকিবুর রহমান লিটন ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার নাসির উদ্দিন সোহাগ ১৪৯ ভোট পেয়েছেন। সাবেক সভাপতি আশাদুর রহমান আশা পেয়েছেন ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সাবেক সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুন্সি রোকনুজ্জামান রোকন ২৪৩ ভোট পেয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে খান তারিক মাহমুদ ৩৫৯ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান ১১২ ভোট পেয়েছেন।দপ্তর সম্পাদক পদে জাহিদুল ইসলাম মামুন ৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সামাদ ১৯৬ ভোট পেয়েছেন।সদস্য পদে মুনতাজ আলী ৯৪ ভোট ও এসএম জাবেদ লাল ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম ডাবলু ৭১ ভোট ও মইনুল হক ৬৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সদস্য পদে বদর উদ্দিন বুদো ৯৭ ভোট পেয়ে ও বিল্লাল হোসেন ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। লুলু মিয়া ৭৬ ভোট পেয়ে পরাজিত হন। আন্দুলবাড়িয়া বাজার কমিটির ৫৮৭ জন ভোটারের মধ্যে ৫৫৫ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেছেন বলে জানান প্রিসাইডিং অফিসার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা ভোটদান করেন। নির্বাচনী কেন্দ্র নিরাপত্তায় শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শহিদুল ইসলাম শহীদ ও রায়পুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ফারুকুল ইসলাম ফারুক ১২ জন ফোর্সসহ ৮ জন গ্রাম পুলিশ ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেনকাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম শরীফ, সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেনহারদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম তক্কেল, বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রমজান আলী, শফিকুল ইসলাম, নাজমুল হাসান, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রোকনুজ্জামান ও আন্দুলবাড়িয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম।