মাথাভাঙ্গা মনিটর: ভারতেরপঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি।রাষ্ট্রপতি ভবনের সামনে খোলা আকাশের নিচে মোদিকে শপথ বাক্য পড়ান রাষ্ট্রপতিপ্রণব মুখার্জি। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় রাইসিনা হলে শপথ গ্রহণের পরনরেন্দ্র মোদি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে করমর্দন করেন। মোদির শপথঅনুষ্ঠানেপাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, শ্রীলঙ্কার প্রেসিডেন্টমাহিন্দ রাজাপাকসে, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, স্পিকার এবং বালাদেশেরপক্ষে স্পিকারশিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।ভারতের১৬তম লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর শপথ অনুষ্ঠানও ঐতিহাসিকভাবে আয়োজনকরা হয়। অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের প্রধানসহ বিভিন্ন দেশের প্রায় ৪ হাজারগণ্যমান্য ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। নরেন্দ্রমোদির পর তার মন্ত্রিসভার ৪৫ সদস্য শপথ গ্রহণ করেন।মন্ত্রিসভায় একমাত্রমুসলিম সদস্য নাজমা হেপতুল্লাহ। তবে মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের কোনো সদস্যরাখা হয়নি। যে শপথঅনুষ্ঠান ঘিরে নিরাপত্তা চাদরে মুরে দেয়া হয় দিল্লিকে। দিল্লি ও এরআশপাশের ২ কিলোমিটার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য অতিরিক্ত ৬হাজার সেনা ও আধা-সামরিক বাহিনী সদস্য মোতায়েন করা হয়।