স্টাফ রিপোর্টার: চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য জাপান এ বছর বাংলাদেশকে ৬০০বিলিয়ন ইয়েন আর্থিক সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। গতকালসোমবার বিকেলে টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানেরপ্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যকার আনুষ্ঠানিক বৈঠক শেষে এক যৌথ সংবাদসম্মেলনে এ প্রতিশ্রুতির কথা জানানো হয়।