তারেককে মোদির আমন্ত্রণ

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরপরইনরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকরহমান। তারেক রহমানের পক্ষ থেকে তার লিখিত শুভেচ্ছা বার্তাটি মোদির হাতেপৌঁছে দেন বিজেপির সেন্ট্রাল ফরেন অ্যাফেয়ার্স সেক্রেটারি বিজে জলি। এবার্তা পেয়ে মোদি তারেক রহমানকে তার দল ও সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনকরেন এবং তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। বিজে জলি টেলিফোনেতারেক রহমানের ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবিরকে এ তথ্য জানান। তারেকরহমানকে তার বার্তায় ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, আপনার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ-ভারত এবং বিএনপি-বিজেপিরপারস্পরিক সম্পর্ক অতীতের চেয়েও জোরদার হবে। সার্কের গুরুত্বপূর্ণ দেশহিসেবে আপনি এ অঞ্চলের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন বলে আমিপ্রত্যাশা করি। আপনার মাধ্যমে দু দেশ ও দু দলের মধ্যে সম্পর্কের এক নতুনদিগন্তের সূচনা হবে। তারেক রহমান আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রী মোদিঅতীতের সম্পর্কের সীমাবদ্ধতাগুলো দূর করে বাংলাদেশের জনগণের প্রত্যাশারপ্রতিফলন ঘটাবেন। এতে সংখ্যাধিক্য জনগণের নেতিবাচক মনোভাবের পরিবর্তন ঘটবে।ভারত হয়ে উঠবে বাংলাদেশের সর্বসাধারণের সবচেয়ে ঘনিষ্ট বন্ধুরাষ্ট্র।একদেশদর্শী ভূমিকার অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।