স্টাফ রিপোর্টার: গাবতলীতে পরিবহন শ্রমিকদের সাথে বিরোধের জের ধরে ঢাকা-আরিচা মহাসড়কঅবরোধ করে পাঁচটি বাস ভাঙচুর করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার যানযটের সৃষ্টি হয়। গতকালসোমবার বিকেল পৌনে ছয়টা থেকে ওই সড়কটি অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে ঢাকাগামী বিআরটিসির ভাড়া করাশিক্ষার্থী বাস বিকেল চারটার দিকে গাবতলী পৌঁছুলে ভিলেজ লাইনপরিবহনেরএকটি বাসের সাথে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদেরসাথে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিবহন শ্রমিকরাবিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর ও শিক্ষার্থীদের মারধর করে। এ খবর ক্যাম্পাসেছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে ভিলেজ লাইনপরিবহনের পাঁচটি বাস ভাঙচুর করে।প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহাবলেন, শিক্ষার্থীদের মারধর ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীরা অবরোধকরে। মালিকপক্ষের লোকজন নিঃশর্ত ক্ষমা চাইলে অবরোধ প্রত্যাহার হবে বলেশিক্ষার্থীরা আমাকে আশ্বস্ত করেছে।