বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ডিহিকৃষ্ণপুর বোয়ালমারী গ্রামে স্বামী-স্ত্রীর কলহের জের ধরে স্ত্রীপক্ষের লোকজন স্বামীর বাড়িতে নগ্নহামলা চালিয়েছে। এতে মহিলাসহ উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে ভর্তি করা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে বিরাজ করছে উত্তেজনা।
সরেজমিনে জানা গেছে, গত রোববার চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহিকৃষ্ণপুর বোয়ালমারী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আইয়ুব নবী ও তার স্ত্রী মেহেরজানের মধ্যে পারিবারিক কলহের কারণে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এরই জের ধরে গতকাল সোমবার সকাল ৬টার দিকে স্ত্রী মেহেরজানের ভাই ও চাচাতো ভাই মনা, আকতার, হান্নান, রবিউলের ছেলে সলেমান, বারেকের ছেলে খোরশেদসহ ৭-৮ জন এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘুমিয়ে থাকা অবস্থায় আইয়ুব নবীর বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে আইয়ুব নবীকে (৩৮), বড় ভাই শফিকুল ইসলাম (৫০), ভাবী রাবেয়া (৪২), বিউটি (২৫), ভাইপো শাহীন আলম (১৪), বিল্লাল (১৬) ভাতিজি সোস্নাকে (১১) বেদম মারপিট করে আহত করে।