টিপ্পনী

 

 

খবর:(পরনের লুঙ্গি ফেলে চোরের ভোদৌড়)

 

থানায় নাকি চোর ঢুকেছে

করলো পুলিশ তাড়া,

ঝাঁপ দিয়েছে নদীর জলে

কাটলো চোরের ফাঁড়া।

 

চোর হারামির সাহস কী যে

ভীষণ বুকের পাটা,

কিন্তু শেষে যায় পালিয়ে

খায় পুলিশের ঝাঁটা।

 

একটা চোরের নেই ক্ষমতা

অন্য চোরের আছে,

সেই বেটারা ঘোরে খালি

থানার কাছে কাছে।

 

ÑAvnv` Avjx †gvj­v