মাথাভাঙ্গা মনিটর: জার্মান দল চোটে পর্যুদস্ত। অনেকেই তাই অনুশীলন ক্যাম্পকে হাসপাতালের সাথে তুলনা করছে। বিষয়টি পছন্দ হয়নি দলটির কোচ ইওয়াখিম লোর।চোটেরকারণে বিশ্বকাপের প্রস্তুতিপর্বে এখনও যোগ দিতে পারেননি অধিনায়ক ফিলিপ লাম ওগোলরক্ষক মানুয়েল নয়ার। শোয়াইস্টাইগার ও মার্সেল শ্মেলসারের চোট নিয়েও আছে দুশ্চিন্তা।এ নিয়েই ইতালিয়ান আল্পসে শুরু হয়েছে জার্মানির অনুশীলন ক্যাম্প।কয়েকদিনেরমধ্যেই ওইসব খেলোয়াড়েরা চোট কাটিয়ে উঠবেন বলে আশা কোচ লোর। আগামী ১২ জুন থেকেব্রাজিলে শুরু হবে এবারের বিশ্বকাপ।
গতকাল সোমবার সংবাদ সম্মেলনে লো বলেন, খবর দেখলে আপনাদের মনে হতে পারে আমরা হাসপাতালে আছি কিন্তু আসলেব্যাপারটা তেমন নয়।৫৪ বছরবয়সী লো বরং খেলোয়াড়দের অনুশীলন নিয়ে সন্তুষ্ট।এখনও কয়েকজনেরচোট আছে এবং দলের সাথে পুরোদমে তারা অনুশীলন করতে পারছে না। তবে ব্যক্তিগতভাবেতারা অনুশীলন করছে এবং সমস্যা কাটিয়ে ওঠার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।অনুশীলনশেষে ১ জুন ক্যামেরুন ও ৬ জুন আর্মেনিয়ার সাথে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। এরপরব্রাজিলের উদ্দেশ্যে উড়াল দেবে তারা।ব্রাজিলে ‘জি’গ্রুপে জার্মানির প্রতিপক্ষ পর্তুগাল, ঘানা ওযুক্তরাষ্ট্র।