আজ বিকেলে যশোরের উদ্দেশে যাত্রা করবে চুয়াডাঙ্গা জেলা দল
ইসলাম রকিব: ৩৪তম আন্তঃজেলা জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার জন্য ১৬ সদস্যের চুয়াডাঙ্গা জেলা দলের নাম ঘোষণা করা হয়েছে। খুলনা বিভাগের ‘এ’গ্রুপের হয়ে ৪টিম্যাচ খেলার জন্য আজ মঙ্গলবার বিকেলে যশোরের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা জেলা দল যাত্রা করবে বলে জানাগেছে।গতকাল সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা জেলা দলের নাম ঘোষণা করেন। নাম ঘোষণাকালে মেয়র বলেন, ১৬ সদস্যের এ দলে যাদের নাম আসেনি তাদের দুঃখ করার কিছু নেই। তোমরা তোমাদের পারফরমেন্স ও আচরণ ভালো করলে অবশ্যই তোমরা পরবর্তীতে চান্স পাবে। কারণ ক্রিকেট খেলা একটি ভদ্র খেলা। যেখানে ভালো পারফরমেন্স করার পাশাপাশি নিয়মিত অনুশীলন করা ও আচরণ ভালো হওয়া আবশ্যক। আমরা পত্রিকায় প্রচার-প্রচারণার মাধ্যমে খেলোয়াড়দেরকে অনুশীলন ক্যাম্পে আহ্বান জানিয়েছি। তারপরও অনেক ভালো ক্রিকেটার অনুশীলনে নিয়মিত যোগ দেয়নি। চূড়ান্ত বাছাইয়ের দিন এসেছে অনেকে। এভাবে বিভিন্ন দিকবিবেচনা করে চুয়াডাঙ্গা জেলা দল ঘোষণা করা হয়েছে। ১৬ সদস্যের এ দলে আছেন মিলন(অধিনায়ক), ইমরান-১(সহঅধিনায়ক), রিপন (উইকেটকিপার),মাহফুজ,ইমরান-২, আনারুল, আশরাফুল, সোহাগ, সাদ্দাম, সবুজ, বিপ্লব,রনি, কমল,সেলিম, জাহিদ ও ফরহাদ। দলের কোচ জেহাদ-ই-জুলফিক্কার টুটুল ও ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সরোয়ার হোসেন মধু।
গতকাল চুয়াডাঙ্গা স্টেডিয়ামে খেলোয়াড়দের নাম ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, যুগ্মসম্পাদক সরোয়ার হোসেন মধু,নির্বাহী সদস্য বদর খান, ক্রিকেট উপকমিটির আহ্বায়ক জেহাদী-ই-জুলফিক্কার টুটুল প্রমুখ।উল্লেখ্য যশোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’গ্রুপের খেলায় চুয়াডাঙ্গা জেলাদল ২৮মে কুষ্টিয়া,২৯ মে খুলনাএবং ৩ও ৪জুন নড়াইল এবং বাগেরহাট জেলা দলের সাথে মোকাবেলা করবে।
গেছে।গতকাল সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা জেলা দলের নাম ঘোষণা করেন। নাম ঘোষণাকালে মেয়র বলেন, ১৬ সদস্যের এ দলে যাদের নাম আসেনি তাদের দুঃখ করার কিছু নেই। তোমরা তোমাদের পারফরমেন্স ও আচরণ ভালো করলে অবশ্যই তোমরা পরবর্তীতে চান্স পাবে। কারণ ক্রিকেট খেলা একটি ভদ্র খেলা। যেখানে ভালো পারফরমেন্স করার পাশাপাশি নিয়মিত অনুশীলন করা ও আচরণ ভালো হওয়া আবশ্যক। আমরা পত্রিকায় প্রচার-প্রচারণার মাধ্যমে খেলোয়াড়দেরকে অনুশীলন ক্যাম্পে আহ্বান জানিয়েছি। তারপরও অনেক ভালো ক্রিকেটার অনুশীলনে নিয়মিত যোগ দেয়নি। চূড়ান্ত বাছাইয়ের দিন এসেছে অনেকে। এভাবে বিভিন্ন দিকবিবেচনা করে চুয়াডাঙ্গা জেলা দল ঘোষণা করা হয়েছে। ১৬ সদস্যের এ দলে আছেন মিলন(অধিনায়ক), ইমরান-১(সহঅধিনায়ক), রিপন (উইকেটকিপার),মাহফুজ,ইমরান-২, আনারুল, আশরাফুল, সোহাগ, সাদ্দাম, সবুজ, বিপ্লব,রনি, কমল,সেলিম, জাহিদ ও ফরহাদ। দলের কোচ জেহাদ-ই-জুলফিক্কার টুটুল ও ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সরোয়ার হোসেন মধু।
গতকাল চুয়াডাঙ্গা স্টেডিয়ামে খেলোয়াড়দের নাম ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, যুগ্মসম্পাদক সরোয়ার হোসেন মধু,নির্বাহী সদস্য বদর খান, ক্রিকেট উপকমিটির আহ্বায়ক জেহাদী-ই-জুলফিক্কার টুটুল প্রমুখ।উল্লেখ্য যশোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’গ্রুপের খেলায় চুয়াডাঙ্গা জেলাদল ২৮মে কুষ্টিয়া,২৯ মে খুলনাএবং ৩ও ৪জুন নড়াইল এবং বাগেরহাট জেলা দলের সাথে মোকাবেলা করবে।