স্টাফ রিপোর্টার: ভ্রাম্যমাণ আদালতে মোটরযান চেকিং অভিযানে মামলা দায়ের ও জরিমানা আদায় করেছেন। গতকাল বিকেলে দৌলাতদিয়াড় বঙ্গজের অদূরে চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদালত পরিচালনা করেন।
আদালতসূত্রে জানা যায়, গতকাল বিকেলে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে দৌলাতদিয়াড় বঙ্গজের অদূরে মোটরযান চেকিং শুরু করা হয়। এ সময় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৩ মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দেয়া হয়। এ অভিযানে ৩ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা হাসান ও সরকার অসীম কুমার। তাদের সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর থানার এএসআই তকিবুর রহমান।