চাঁদার দাবিতে গাংনীর বানিয়াপুকুর গ্রামে বোমা হামলা

 

গাংনী প্রতিনিধি: মোবাইল টাউয়ার নির্মাণের ঠিকাদারের কাছে চাঁদা না পেয়ে বোমা হামলা করে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে চাঁদাবাজরা। শক্তি প্রদর্শন করে চাঁদা আদায়ে আবারো হুমকি দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতরাত ১২টার দিকে মেহেরপুর গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামে। এলাকাবাসী এ তথ্য নিশ্চিত করে প্রশ্ন তুলেছেন, জনবসতি এলাকায় বোমা বিস্ফোরণ কিসের আলামত?

স্থানীয়সূত্রে জানা গেছে, বানিয়াপুকুর গ্রামের আব্দুল্লাহর বাড়ির পাশে বাংলালিংক মোবাইল টাউয়ার নির্মাণকাজ চলছে। সপ্তাখানেক আগে ঠিকাদারের কাছে মোবাইলে অজ্ঞাত চাঁদাবাজরা মোটা অঙ্কের চাঁদা দাবি করে। কিন্তু ঠিকাদার চাঁদা দিতে অস্বীকৃতি জানান। মোবাইলে কয়েক দফা প্রাণনাশ ও কাজ বন্ধের হুমকি দেয় ঠিকাদারকে। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন সাহসী ঠিকাদার। গতরাত ১২টার দিকে একদল চাঁদাবাজ টাউয়ার নির্মাণস্থলে এসে নির্মাণশ্রমিকদের ডাকাডাকি করে ঘর থেকে বের হতে বলে। শ্রমিকদের সাড়া শব্দ না পেয়ে একটি বোমার বিস্ফোরণ ঘটায় চাঁদাবাজরা। বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে বিষয়টি পুলিশকে কেউ অবহিত করেনি বলে জানান গাংনী থানার ডিউটি অফিসার এএসআই সাহাব উদ্দীন। বিষয়টি খোঁজ নেয়া হবে বলেও জানান তিনি।