মাথাভাঙ্গা মনিটর: মাত্র১৩ বছর বয়সে বিশ্বের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট জয় করলো ভারতেরকিশোরী মালাবাথ পূর্ণা। গত শনিবার এভারেস্টের চূড়ায় ওঠার মাধ্যমে পূর্ণাসবচেয়ে কমবয়সী নারী হিসেবে এভারেস্টে ওঠার নতুন রেকর্ড গড়েছে। অন্ধ্রপ্রদেশের অধিবাসী উপজাতীয় গোত্রের ১৩ বছর ১১ মাস বয়সীপূর্ণা খাম্মাম জেলার সোশ্যাল ওয়েলফেয়ার এজুকেশনাল সোসাইটির নবম শ্রেণিরছাত্রী। তার বাবা নিজামাবাদ জেলায় একটি ফার্মে শ্রমিকের কাজ করেন। এঅভিযানে পূর্ণার সাথে তার সহপাঠী সাধনাপল্লী আনন্দ কুমারও (১৬) এভারেস্টজয় করে। তার বাবা খাম্মাম জেলায় সাইকেল মেকানিকের কাজ করেন।আনন্দ জানান, শুধু কম বয়সী নয়, প্রথম দলিত হিসেবে পূর্ণা এভারেস্ট জয় করায় তারা সবাই গর্বিত।এভারেস্টেরবেস ক্যাম্প অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, স্কুলের ছাত্রছাত্রীদের একটিদল এভারেস্ট জয়ের অভিযানে অংশ নেয়। অবশ্য দলের দুজন সদস্য ইতোমধ্যে বেসক্যাম্পে ফেরত এসেছে। উল্লেখ্য, গত বছর কানাডার ১২ বছর বয়সী এক তরুণীএভারেস্ট চুড়ায় উঠে রেকর্ড গড়েছিলেন।