আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডেরসদস্য পদে উপনির্বাচন আগামীকাল। ইতোমধ্যে মেহেরপুর জেলা নির্বাচন অফিস কর্তৃক নির্বাচনী এলাকার ইউপি সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
মেহেরপুর সদর উপজেলার নির্বাচন অফিসার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং সূত্রে জানা গেছে,গত ১১মে ছিলো প্রার্থীদের আবেদনের শেষ দিন। হিজুলী গ্রামের মৃত আইজদ্দিনের ছেলে মো. বাবলু (টিউবওয়েল), রঘুনাথপুর গ্রামের মশিউর রহমান ডাবলু (ফুটবল)ও মোখলেছুর রহমান (মোরগ) সদস্য পদে প্রার্থী হয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো ১৫ মে।মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫০৩ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৭৪৫ ও নারী ১ হাজার ৭৫৮ জন।হিজুলী ও রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি ভোটকেন্দ্র। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রার্থীদের প্রচার-প্রচারণা গতরাত থেকে শেষ হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামের ইউপি সদস্য হাজি আব্দুল জব্বার যৌথবাহিনীর হাতে আটকের পর বন্দুকযুদ্ধে নিহত হন। ফলে এ পদটি শূন্য হয়। ৫ মাস পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এ নির্বাচনের আয়োজন প্রস্তুতি গ্রহণ করে।