মাথাভাঙ্গা মনিটর: মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা তার ঢাকামিশনের সমাপ্তি টানতে যাচ্ছেন। পরবর্তী রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছেনপ্রেসিডেন্ট বারাক ওবামা। তার নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। তার যোগদানচূড়ান্ত না হওয়া পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন করে যাবেন ড্যান মজিনা। গতকাল রোববারআয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন দূত তার ঢাকায় দায়িত্ব পালনের বিভিন্ন দিকতুলে ধরে বক্তৃতা করেন। উন্মুক্ত সেশনে একজন তার ব্যর্থতা বা অতৃপ্তিরবিষয়টি জানতে চান। জবাবে দুটি ব্যর্থতার কথা বলেন মজিনা। আমি বাংলা ভাষাশিখতে পারিনি, এটা আমার ব্যর্থতা। দ্বিতীয়ত: আমি এবং আমার স্ত্রীসেচ্ছাসেবী সংস্থা মার্কিন পিস কর্পস’র সদস্য। এ সংস্থাটির কার্যক্রমঢাকায় আনতে পারেনি। এটাও আমার ব্যক্তিগত ব্যর্থতা।