স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে নাগরিক কমিটির এসএম আকরাম ও সন্ত্রাসবিরোধী ত্বকী মঞ্চের রাফিউর রাব্বির মনোয়ন কেনার পর কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর পক্ষেও মনোনয়নপত্র কেনা হয়েছে।টাঙ্গাইলের উপনির্বাচনে প্রার্থী হলেও ঋণ খেলাপির তথ্য দেখিয়ে তারপ্রার্থিতা বাতিল করা হয়। গতকাল রোববার কাদের সিদ্দিকীর পক্ষে নারায়ণগঞ্জ পাঁচ আসনেরজন্য মনোনয়নপত্র কেনেন দলের নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক আবু বকরসিদ্দিক। জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে এ আসনটি শূন্যহয়। শূন্য হওয়া আসনটিতে আওয়ামী লীগ কোনো প্রার্থী দিচ্ছে না। তবে এ পর্যন্তজাতীয় পার্টি কোনো প্রার্থী ঘোষণা করেনি।