জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রাজাপুর বিজিবি বিওপির সদস্যরা গতকাল রোববার ভোরে সিংনগর গ্রামে অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় ফেনিসিডল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযোন পরিচালনা করেন।
বাংলাদেশ বর্ডারগার্ড চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৪টার দিকে জীবননগর উপজেলার সিংনগর মাঠে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদকচোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। বিজিবি পরিত্যক্ত অবস্থায় এ বস্তা উদ্ধার করে। এর ভেতর হতে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হন।