চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

 

 

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির নাগরিক সমাবেশ করতে না দেয়া, হাইকোর্টে আইনজীবীদের সমাবেশে পুলিশি বাধা ও দেশব্যাপি খুন, গুম ও অপহরণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি গতকাল রোববার সকাল ১১টার দিকে পান্না সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিনেমা হলের সামনে থামে। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা। যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা।

সমাবেশে সভাপতি বুলা তার বক্তব্য বলেন, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশে বাধা প্রদান করে এবং দেশব্যাপি খুন, গুম ও অপহরণ করে স্বৈরাচারী হাসিনা আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তিনি অবিলম্বে খুন, গুম ও অপহরণ বন্ধ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার সভা-সমাবেশ নির্বিঘ্নে করতে দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ বিএনপি এবং সকল অঙ্গসংগঠন ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।