মাথাভাঙ্গা মনিটর: ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শপথঅনুষ্ঠানে বিশ্বব্যাপি তিন হাজার গণ্যমান্য অতিথির পাশাপাশি নিজ রাজ্যগুজরাটের এক চা ওয়ালাকেও আমন্ত্রণ জানিয়েছেন।এ সেই চা ওয়ালা যিনি লোকসভা নির্বাচনে মোদির প্রার্থিতার প্রস্তাবদিয়েছিলেন। মোদি গত মাসে বডদোরায় বিজেপি থেকে মনোনয়নপত্র জমা দেয়ার সময় তারপ্রার্থিতার প্রস্তাব দেয়া ৫ সমর্থকের ইনিও একজন।লোকসভা নির্বাচনেনিরঙ্কুশ সাফল্য পাওয়ার পর আজ সোমবার ভারতের চতুর্দশ প্রধানমন্ত্রী হিসেবে শপথনিতে যাচ্ছেন বিজেপি নেতা ও গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী মোদি। তার ইচ্ছাআনুযায়ী এবারই প্রথমবারের মতো সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদেরকে শপথঅনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।রাষ্ট্রপতি ভবনের এ অনুষ্ঠানে দেশি-বিদেশি গণ্যমান্য অতিথিদের সাথে যোগ দেবেন ওই চা ওয়ালা। নাম কিরণ মাহিদা।মোদিরআমন্ত্রণ পাওয়ার পর আনন্দে উদ্ভাসিত কিরণের উক্তি, আমি মোদির শপথঅনুষ্ঠানে যাওয়ার নিমন্ত্রণ পেয়ে খুবই খুশি। আমি সম্মানিত বোধ করছি। তারশপথ গ্রহণ দেখতে আমি অবশ্যই দিল্লি যাবো।