মাথাভাঙ্গা মনিটর: সান্তা বারবারায় অবস্থিত ইউনিভার্সিটি অবক্যালিফোর্নিয়ার কাছে গুলি করে হত্যা করা হয়েছে ৭ জনকে। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে রয়েছে আক্রমণকারী। স্থানীয় সময় শুক্রবার রাতের এ ঘটনাপূর্বপরিকল্পিত বলে মনে করা হচ্ছে। রাত সাড়ে নয়টার দিকে গুলির ঘটনা শুরুহয়। এর মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ হয় তা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশমৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলের মাটি রক্তে ভিজে যায়। তবে কি কারণে এ ঘটনাঘটেছে তা জানা যায় নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, একটি কালো গাড়ি রাস্তায়প্রচণ্ড জোরে ছুটে চলে। আর তা থেকে লোকজনের ওপর গুলি চালানো হতে থাকে।বিভিন্ন স্থাপনায় গুলি করা হয়।