কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী উদযাপিত

 

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গতকাল রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। কবির স্মৃতি বিজড়িত দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই সকাল সাড়ে নয়টায় কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে মাধ্যমিক বিদ্যালয় চত্বরের নজরুল মঞ্চে গিয়ে শেষ হয়। এরপর সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম, মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাশার, নজরুল গবেষক আব্দুল গফুর, আফাজ উদ্দিন, প্রকৃতি বিশ্বাস, সাইফুল ইসলাম ও মিঠু বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয় কবি নজরুল স্মৃতি বিজড়িত এ কার্পাসডাঙ্গায় কবির স্মৃতি ধরে রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হবে। আগামীতে জাতীয়ভাবে যাতে দিবসটি পালন করা যায়,সে ব্যাপারেও উদ্যোগ নেয়া হবে। আলোচনা শেষে দামুড়হুদা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউনহলে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক সাঈদ মাহাবুবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইমলাম জোয়ার্দ্দার টোটন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামীম হাসান, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মুন্সি আবু সাইফ প্রমুখ। আলোচনাসভার ফাঁকে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন,দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় গতকাল রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী পালিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রশাসন কর্মসূচি পালন করেছে। এর মধ্যে ছিলো দামুড়হুদা উপজেলা পর্যায়ে নজরুল সঙ্গীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।সকাল ৮টায় স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৯টায় কার্পাসডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। সেখানে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হামিদুল ইসলাম, অধ্যক্ষ আলহাজ মীর মো. জান্নাত আলী, কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতি রবিউল হোসেন শুকলাল, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি আ. গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নজরুল স্মৃতি সংসদের সদস্য প্রকৃতি বিশ্বাস বকুল, বেগমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী ও নজরুল স্মৃতি পাঠাগার ও সঙ্গীত পরিষদের সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, চার্চ অব বাংলাদেশ (কার্পাসডাঙ্গা) পুরোহিত রেভা ইন্মমুয়েল মণ্ডল। অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন বলেন, বিদ্রোহী কবি নজরুল ইসলাম কার্পাসডাঙ্গায় বসবাস করে যে গান কবিতা রচনা করেছেন; তারই স্মৃতি ধরে রাখতে এখানে সরকারিভাবে বিভিন্ন ব্যবস্থা নেয়া হবে। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যু দিবস সরকারিভাবে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় যথাযথ মর্যাদার সাথে পালন করার ব্যবস্থা নেয়া হচ্ছে। অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের নাজির হামিদুল ইসলাম।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী। আলোচনাসভা শেষে কাজী হাসানুজ্জামান বাবুল, হবিবুর রহমান, মোমিনউদ্দিন ও আব্বাছউদ্দিন প্রমুখ শিল্পীবৃন্দ নজরুল সঙ্গীত পরিবেশন করেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে মেহেরপুরে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রোববার রাত ৮টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন। বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান। বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগীঅধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ প্রমুখ।পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন এখলাছুর রহমান টাবলু, ফৌজিয়া আফরোজ তুলি, রাসেল, সঙ্গীতা ব্যানার্জি, কাকলী প্রমুখ। এর আগে সোহাগের নেতৃত্বে দলীয় নৃত্য পরিবেশন করা হয়।